অরুণ মিত্র
Part-1
একটা ঘাসফড়িং-এর সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে,
ভাব না করে পারতামই না আমরা।
ঝিরঝির বৃষ্টির পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি
অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা।
সবুজ মাথা তুলে কত খেলা দেখাল ঘাসফড়িং,
তার কাছ থেকে চলে আসার সময় আমার কী মনখারাপ
বলে এলাম আমি আবার আসব,
আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ।
এই আবার ঝিরঝির বৃষ্টি
আমি কথা দিয়ে এসেছি
ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার।
অরুণ মিত্র (১৯০৯ – ২০০০) : জন্মস্থান বাংলাদেশের যশোহর জেলা। পিতা হীরালাল মিত্র, মাতা - যামিনীবালা মিত্র। তিনি ফরাসি ভাষা ও সাহিত্যে বিশেষজ্ঞ। দীর্ঘকাল ফ্রান্সে ছিলেন। তাঁর রচিত গ্রন্থগুলি হলো - প্রান্তরেখা, ঘনিষ্ঠ তাপ, শুধু রাতের শব্দ নেই, খুঁজতে খুঁজতে এতদূর, শেষ সরাইখানা, ফরাসি সাহিত্য প্রসঙ্গে ইত্যাদি। এছাড়া তিনি বহু প্রাচীন সাহিত্যের অনুবাদও করেছেন।
১.১ কৰি অরুণ মিত্র কোন্ বিদেশি ভাষায় বিশেষজ্ঞ ছিলেন?
উত্তর:- কবি অরুণ মিত্র ফরাসি ভাষায় বিশেষজ্ঞ ছিলেন।
১.২ তাঁর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।
উত্তর:- তাঁর লেখা দুটি কবিতার বইয়ের নাম—‘প্রান্তরেখা’, ‘ঘনিষ্ঠ
২. বাক্যের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা করে দেখাও :
২.১ ভাব না করে পারতামই না আমরা।
উত্তর:- উদ্দেশ্য বিধেয়
আমরা। ভাব না করে পারতামই না।
আমরা। ভাব না করে পারতামই না।
২.২ সবুজ মাথা তুলে কত খেলা দেখাল ঘাস ফড়িং।
উত্তর:- উদ্দেশ্য বিধেয়
ঘাসফড়িং। সবুজ মাথা তুলে কত খেলা দেখাল।
২.৩ আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ।
উত্তর:- উদ্দেশ্য বিধেয়
আমার ঘরের দরজা। এখন সবুজে সবুজ।
২.৪. ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে আবার।
উত্তরঃ- উদ্দেশ্য বিধেয়
আমাকে। ভিজে ঘাসের ওপর আবার যেতেই হবে।
উত্তর:- উদ্দেশ্য বিধেয়
ঘাসফড়িং। সবুজ মাথা তুলে কত খেলা দেখাল।
২.৩ আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ।
উত্তর:- উদ্দেশ্য বিধেয়
আমার ঘরের দরজা। এখন সবুজে সবুজ।
২.৪. ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে আবার।
উত্তরঃ- উদ্দেশ্য বিধেয়
আমাকে। ভিজে ঘাসের ওপর আবার যেতেই হবে।
৩. নীচের শব্দগুলি বাক্যে ব্যবহার করে একটি অনুচ্ছেদ তৈরি করো :
ভাব, ভিজে, নতুন, আত্মীয়তা, মনখারাপ, সবুজ, ঝিরঝির।
উত্তরঃ- খোলা মাঠের সঙ্গে আমার ভারী ভাব। বিশেষ করে তার উপরে গালচের মতো সবুজ যখন ভিজে থাকে। যেন একটা নতুন পৃথিবীর মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। বৃষ্টি ভেজা সবুজ প্রকৃতির সঙ্গে আমার আত্মীয়তা গড়ে ওঠে। কিন্তু দিনের শেষ আমাকে তো বাড়ি ফিরতে হবে বলেই মন খারাপ। প্রকৃতির কোলে সবুজ ঘাসের ওপর বৃষ্টি পড়ে ঘাসগুলোকে সুন্দর দেখাচ্ছে। ঝিরঝির বৃষ্টিপাতের মধ্য দিয়ে একাকী বাড়ি ফিরলাম। বর্ষার প্রকৃতি সত্যই মনকে অদ্ভুত আনন্দে ভরিয়ে দেয়।
উত্তরঃ- খোলা মাঠের সঙ্গে আমার ভারী ভাব। বিশেষ করে তার উপরে গালচের মতো সবুজ যখন ভিজে থাকে। যেন একটা নতুন পৃথিবীর মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। বৃষ্টি ভেজা সবুজ প্রকৃতির সঙ্গে আমার আত্মীয়তা গড়ে ওঠে। কিন্তু দিনের শেষ আমাকে তো বাড়ি ফিরতে হবে বলেই মন খারাপ। প্রকৃতির কোলে সবুজ ঘাসের ওপর বৃষ্টি পড়ে ঘাসগুলোকে সুন্দর দেখাচ্ছে। ঝিরঝির বৃষ্টিপাতের মধ্য দিয়ে একাকী বাড়ি ফিরলাম। বর্ষার প্রকৃতি সত্যই মনকে অদ্ভুত আনন্দে ভরিয়ে দেয়।
৪. নীচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো
আত্মীয়তা, ঘাস, সবুজ, নতুন।
উত্তরঃ-
বিশেষ্য | বিশেষণ |
আত্মীয়তা ঘাস সবুজতা নতুনত্ব | আত্মীয় ঘেসো সবুজ নতুন |
৫. নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো :
৫.১ সবজ মাথা তুলে কত খেলা দেখাল ঘাসফড়িং। (যৌগিক বাক্যে)
উত্তর:- ঘাসফড়িং সবুজ মাথা তুলল এবং কত খেলা দেখাল।
৫.২ একটা ঘাসফড়িং এর সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে। (জটিল বাক্যে)
উত্তর:- একটা ঘাসফড়িং ছিল, তার সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে।
৫.৩ যেই ঝিরঝির বৃষ্টি থেমেছে অমনি আমি ভিজে ঘাসে পা দিয়েছি। (সরল বাক্যে)
উত্তর:-ঝিরঝির বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই আমি ভিজে ঘাসে পা দিয়েছি।
৫.৪ আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ। (যৌগিক বাক্যে)
উত্তর:- আমার ঘরের দরজা আছে কিন্তু এখন তা সবুজে সবুজ।