Ads

# Class-VI(6) II Bangla (বাংলা) II পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি(pain dariye akashe noyon tuli)

 Class-VI(6) ।। Bangla (বাংলা) ।। পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি(pain dariye akashe noyon tuli)  






পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি
হাইনরিখ হাইনে

উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে,
দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে,
যেন বরফের রূপালি কাপড় প'রে,
স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে।


স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি প'রে
সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে,
তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভ'রে
দাঁড়ায়ে রয়েছে পামগাছ মরুতটে।
অনুবাদ : সৌম্যেন্দ্রনাথ ঠাকুর



হাইনরিখ হাইনে (১৭৯৭–১৮৫৬) : জন্ম জার্মানির রাইন নদীর তীরে ড্যুসেলডর্ফ-এ। ঊনবিংশ শতকের অন্যতম বিশিষ্ট জার্মান কবি। তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। প্রাবন্ধিক এবং সাহিত্য সমালোচক হিসেবেও তাঁর খ্যাতি ছিল। তবে গীতিকবি হিসেবেই তিনি বিশ্বজুড়ে সমাদৃত হয়েছেন। ১৮১৭ সালে প্রথম কবিতা প্রকাশিত হয়। ১৮২৬ সালে প্রকাশিত হয় হাৎস্রাইজে (Harzreise) বা হাস যাত্রা। ১৮২৭ সালে প্রকাশিত কাব্যগীতিগ্রন্থ (Buch der Lieder) উত্তর সাগরগীতিকা তাঁকে বিশ্বজনীন খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। এ ছাড়াও নতুন কবিতা, জার্মানি: এক শীতের রুপকথা প্রভৃতি কাব্যগ্রন্থ এবং ফরাসি পরিস্থিতি, রোমান্টিক কাব্যধারা, ধর্মের ইতিহাস প্রভৃতি উল্লেখযোগ্য আলোচনাগ্রন্থ। পৃথিবীর বিভিন্ন ভাষায় তাঁর গীতিকবিতাগুলি অনূদিত হয়েছে।



১.১ কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায় ?
উত্তরঃ- জার্মানির রাইন নদী তীরবর্তী ড্যুসেলডর্ফ শহরে হাইনের জন্ম।


১.২ কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।

উত্তরঃ- 'জার্মানি—এক শীতের রূপকথা' এবং ‘উত্তর সাগর গীতিকা" হল কবি হাইনের লেখা দুটি কবিতাগ্রন্থ।


১.৩ কবি হাইনের লেখা দুটি গদ্যগ্রন্থের নাম লেখো।

উত্তরঃ- ধর্মের ইতিহাস এবং ফরাসি পরিস্থিতি তার দুটি গদ্যগ্রন্থের নাম।



২. ঠিক উত্তরের উপরে ' ' দাও :


২.১ (উত্তরে/দক্ষিণে/পশ্চিমে) বুনো নগ্ন পাহাড় পাইন দাঁড়িয়ে।

উত্তরঃ- (উত্তরে(✓) /দক্ষিণে/পশ্চিমে) বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে।


২.২ যেন বরফের (সোনালি/রূপালি/সবজে) কাপড় পরে...।

উত্তরঃ- যেন বরফের (সোনালি/রূপালি ( ✓) /সবুজে) কাপড় পরে ==== ।


২.৩ মরুতটে দাঁড়িয়ে রয়েছে (পাইন/পাম/খেজুর) গাছ।

উত্তরঃ- মরুতটে দাঁড়িয়ে রয়েছে (পাইন/পাম/খেজুর( ) গাছ।


২.৪ জার্মান ভাষায় কবিতা লেখেননি গোয়ঠে/রিলকে/শেক্সপিয়র)।

উত্তরঃ- জার্মান ভাষায় কবিতা লেখেননি (গোয়র্ষে/রিলকে/শেক্সপিয়র( ✓)।

                                                                                                               

৩. নীচের প্রশ্নগুলির দু-একটি বাক্যে উত্তর লেখো :


৩.১ পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়?

উত্তরঃ- সাধারণত পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখতে পাওয়া যায়।

৩.২ পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে?

উত্তরঃ- কবির মনে হয়েছে পাইন গাছ রুপালি কাপড় পরে দাঁড়িয়ে আছে।


৩.৩ পামগাছ কোথায় দাঁড়িয়ে আছে?

উত্তরঃ- মরুতটে পামগাছ দাঁড়িয়ে আছে।


৩.৪ পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে?

উত্তরঃ- তুষারাবৃত পাহাড়ে দাঁড়িয়ে পাইন গাছ দুলে দুলে স্বপ্নে দেখে মরুতটে পামগাছ কষ্ট সহ্য করে

দাঁড়িয়ে আছে। :


৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো


৪.১ পামগাছের বুক বেদনায় ভরা কেন?

উত্তরঃ- পামগাছ সূর্যকিরণে দগ্ধ হয়ে উর মরুভূমিতে দাঁড়িয়ে থাকে। সে অনেক কষ্ট সহ্য করে বলে পামগাছের  বুক বেদনায়-ভরা । 


8.2 গাছ কী স্বপ্ন দেখে?

উত্তরঃ- বরফ ঢাকা পাহাড়ে অবস্থান করে পাইন গাছে মরুতটে উয় আবহাওয়ায় থাকা পামগাছের কষ্ট অনুভব
করে। সে স্বপ্ন দেখে পামগাছ মরুতটে বেদনাভরা হৃদয়ে দাঁড়িয়ে কত কণ্ঠভোগ করে।


৪.৩ বরফের দেশের পাইন গাছ, মরুভূমির পামগাছের স্বপ্ন দেখে কেন?

উত্তরঃ- অবস্থানজনিত কারণে বরফের দেশের পাইন গাছ সুখেই বাস করে। সে স্বপ্নে ভাবে মরুভূমির পামগাছ

গরম বালির মধ্যে বহ কষ্ট সহ্য করে দিন কাটায়। সুখী পাইন গাছ দুখী পাইন গাছের কথা স্বপ্নে ভাবে এবং

কষ্টভোগ করে।


৫. মরুভূমি' ও 'মরুট' শব্দ দুটি লক্ষ করো :


ম + ভূমি= মরুভূমি। মধু + তট – মৰুট।

একইভাবে সূর্য ও নয়ন এর সঙ্গে একাধিক শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করো।


উত্তরঃ- সূর্য + কিরণ = সূর্যকিরণ।

সূর্য + আলোক = সূর্যালোক।

সূর্য + স = সূর্যসম।

             সূর্য + তপা =   সূর্যতপা

       

নয়ন = নয়ন + কমল = নয়নকমল।

            নয়ন = নয়ন + গোচর = নয়নগোচর।

নয়ন = নয়ন + তারা = নয়নতারা।
নয়ন = নয়ন + ভরা = নয়নভরা।


৬. সমগ্র কবিতাটির মধ্যে কতকগুলি বিশেষণ খুঁজে পাও লেখো।

উত্তরঃ- বুনো, নগ্ন, রূপালি ও তপ্ত।



৭. নানারকম গাছের নাম লিখে নীচের ছকটি পূরণ করো :


উত্তরঃ-

পার্বত্য অঞ্চল

মরুঅঞ্চল

পাইন, বাঁশ, শাল, সেগুন, ওক, ফার।

বাবলা, খেজুর, পাম, ফণিমনসা।


৮. পার্বত্য অঞ্চল ও মরুভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে তুমি নীচের মানস মানচিত্রে কী কী শব্দ

ব্যবহার করবে? তুমি এর মধ্যে যে কোনো একটিতে মানস অভিযানে গেলে কী কী জিনিস সঙ্গে নেবে?

সেই অভিযানের কাল্পনিক বিবরণ কয়েকটি বাকো লেখো।


উত্তরঃ-

পার্বত্য অঞ্চল

মরুঅঞ্চল

চড়াই উতরাই

তুষার

উইলো/ফার

ছোটো ঝরনা 

পাকদণ্ডি 

মরূদ্যান

জলাভাব

মরীচিকা

ফণিমনসা/বাবলা

বালিয়াড়ি 


পার্বত্য অঞ্চলে মানস অভিযানে যাবার সময় আবশ্যকীয় যে দ্রব্যসামগ্রী সঙ্গে নেব তা হল–জুতো, ছাতা, শুকনো খাবার, আইস প্যাক, স্লিপিং ব্যাগ।

অভিযানের কাল্পনিক বিবরণ : পাহাড়ি পথে প্রচণ্ড ঠান্ডা। তাই সকালে অভিযানের প্রস্তুতিস্বরূপ জুতো মোজা জ্যাকেট পরে পিঠে রুকস্যাক নিয়ে পায়ে হেঁটে অভিযান শুরু করলাম। শাল পাইনের জঙ্গলের মধ্য দিয়ে সরুপথ অনুসরণ করে হাঁটা শুরু হল। সারাদিন হাঁটতে হাঁটতে পাহাড়ি নদী, ঝরনা আর দূরে বরফ ঢাকা পাহাড় চূড়াদেখতে পেলাম। অনেক চড়াই উতরাই অতিক্রম করে সন্ধ্যার আগে এক ছোটো পাহাড়ি ঝরনার পাশে দিনেরযাত্রা শেষ করে রাত্রিবাসের জন্য তাঁবু খাটালাম। স্লিপিং ব্যাগের তলায় আরামে ও নির্বিঘ্নে রাত কাটল। পরদিন

ভোরে অপরূপ সূর্যোদয় দেখে মন ভরে গেল। সূর্যরশ্মি তুষারাবৃত পাহাড়ের উপর পড়ে এক অপরূপ শোভার

সৃষ্টি করল যা দেখে আমার মন ভরে গেল। বেলা বাড়ার সাথে সাথে আমাদের জিনিসপত্র গুটিয়ে নিয়ে আবারদ্বিতীয় দিনের যাত্রা শুরু করলাম।


আরও দেখুন

Primay Education II Class-VI II Bangla (বাংলা) II মন ভালো করা (Mon Valo Kora)

Primay Education II Class-VI II Bangla (বাংলা) II Shankar Senapoti (শংকর সেনাপতি)

Primary Education || Class - VI || Bangla ( বাংলা ) ভরদুপুরে(Vordupure)

Clss six(vi) Bengali(বাংলা) ।। পশুপাখির ভাষা ( Poshupakhir Vasha)

Class Six(vi) ।।ষষ্ঠ শ্রেণী।।বংলা (Bangla।।চিঠি (Cithi।। পার্ট-১ (Part-1)

Primary Education।। Class Six(VI)।। Bangla(বাংলা)।। মরশুমের দিনে (Morshumer Dine) পার্ট (১) part (1)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section