Ads

# উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশন।।(তৃতীয় অধ্যায়) শ্রীমদভগবদগীতা- কর্মযোগ ।। Higher Secondary Suggestions

 উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশন।। শ্রীমদভগবদগীতা- কর্মযোগ।। Higher Secondary Suggestions 

উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশন।। শ্রীমদভগবদগীতা- কর্মযোগ।। তৃতীয় আধ্যায়।।  Higher Secondary Suggestions


উচ্চ মাধ্যমিক সংস্কৃত -এর  'শ্রীমদভগবদগীতা- কর্মযোগ' থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বড় প্রশ্ন নিচে দেওয়া হল এবং তাঁর উত্তর বিস্তারিত ভাবে আলোচনা করা হল- 

১) পাঠ্যাংশ অনুসরণে গীতার কর্মযোগের তত্ত্বটি সংক্ষেপে লিপিবদ্ধ করো। 

২) কেন কর্মত্যাগের দ্বারা নৈষ্কর্ম্যসিদ্ধি হয় না তা নিজের ভাষায় বুঝিয়ে দাও।

৩) 'মিথ্যাচার' কাকে বলা হয় গীতার কর্মযোগ ব্যাখ্যা করে তা বুঝিয়ে দাও।

৪) "तस्मादसक्तः सततं कार्य कर्म समाचर' উক্তির তাৎপর্য বুঝিয়ে দাও। 

৫)  "यद् यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जनः' উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।

৬) स्वधर्मे निधनं श्रेयः परथर्मो भयावह: "তাৎপর্য বর্ণনা করো।

৭) পাঠ্যাংশে কাকে মিথ্যাচারী বলা হয়েছে। তার চেয়ে শ্রেষ্ঠ কে? 

৮) প্রসঙ্গ উল্লেখপূর্বক শ্লোকটি ব্যাখ্যা করো :

नहि कश्चित् क्षणमपि जातु तिष्ठत्यकर्मकृत् । 

कार्यते ह्यवशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः ॥”


আরও দেখুন 👇👇

আর্যাবর্তবর্ণনম (প্রথম অধ্যায়) ......


যদি কোনো ভুল থেকে থাকে তা Typing mistake এর জন্য। আমাদের কমেন্ট করে জনান আমরা সংশোধন করার চেষ্টা করবো। ......... 

বর্তমানে উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় সংস্কৃত একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় ও আবশ্যিক বিষয়। তাই এই কথা মাথায় রেখে সমস্ত শিক্ষার্থীদের জন্য আমরা Easy Study Portal- এর সাহায্যে সংস্কৃত সহ অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ব্যবস্থা করার চেষ্টা করবো।


  ” উচ্চ মাধ্যমিক সংস্কৃত – কর্মযোগ ( তৃতীয় অধ্যায় ) “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary / HS Exam / WBCHSE – West Bengal Council of Higher Secondary Sanskrit / HS Class 12th / Class XII / Uccha Madhyamik Pariksha) এবং । সে কথা মাথায় রেখে Easy Studyএর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষা (দ্বাদশ শ্রেণী) প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Higher Secondary Sanskrit Suggestion / WBCHSE – West Bengal Council of Higher Secondary Sanskrit / HS Class 12th Sanskrit / Class XII Sanskrit / Uccha Madhyamik Pariksha / HS Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer / FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস  উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষা (দ্বাদশ শ্রেণী) প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Higher Secondary Sanskrit Suggestion / WBCHSE – West Bengal Council of Higher Secondary Sanskrit / HS Class 12th Sanskrit / Class XII Sanskrit / Uccha Madhyamik Pariksha / HS Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer / FREE PDF Download) সফল হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section