Geography General -Rural Development- 6th সেমিস্টার (Part -3 ) - গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলী (Powers and Functions of Gram Panchayat) Rural Development -( ভূগোল ) Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System Geography Suggestions( BA General ) with Answer
BA 6th Semester Geography Suggestions(BA 6TH SEMESTER ভূগোল সাজেশন ) – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই BA 6th Semester Geography Suggestions(BA 6TH SEMESTER ভূগোল সাজেশন ) Answer গুলি আগামী BA 6TH SEMESTER ভূগোল সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা BA 6TH SEMESTER ভূগোল পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভবনা আছে।
Rural Development
🌸🌹🌸🌹🌷🌺🌻
Geography
ব্যাখ্যামূলক / রচনাধর্মী প্রশ্নঃ
🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿
গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলী (Powers and Functions of Gram Panchayat)
🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿
উত্তরঃ গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলী (Powers and Functions of Gram Panchayat):- গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলীকে তিনটি ভাগে ভাগ করা হয়,
(a) অবশ্যপালনীয় কর্তব্য (Obligatory Duties),
(b) অন্যান্য কর্তব্য (Other Duties),
(c) ইচ্ছাধীন কর্তব্য (Discretionary Duties)।
(1) অবশ্যপালনীয় কর্তব্য (Obligatory Duties)
:- গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় কর্তব্যগুলি
(I) জনস্বাস্থ্য সংরক্ষণ, ময়লা নিষ্কাশন, জল নিষ্কাশন ও অপরিচ্ছন্নতা নিবারণ করা।
(2) ম্যালেরিয়া, গুটিবসন্ত, কলেরা এবং অন্যান্য মহামারী নিবারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থ নেওয়া।
(3) পানীয় জল সরবরাহ, জলাধার পরিষ্কার করা এবং জলাধারকে জীবাণুমুক্ত রাখা।
(4) জলপথ রক্ষণাবেক্ষণ, মেরামত ও জলপথ নির্মাণ করা।
(5) জনপথ ও সর্বজনীন স্থানে জবরদখল অপসারণ করা।
(6) গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কোন ঘরবাড়ী এবং সম্পত্তি সংরক্ষণ করা এবং প্রয়োজনে মেরামত করা।
(7) সকলের ব্যবহৃত পুকুর, সাধারণের গোচারণ ক্ষেত্র, শ্মশানঘাট এবং সর্বজনীন কবরখানা পরিচালনা
(8) জেলাশাসক, জেলা পরিষদ অথবা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের এলাকাভুক্ত কোন বিষয় এবং তত্ত্বাবধান করা। সম্পর্কে কোন তথ্য বা সংবাদ জানতে চাইলে তা জানানো।
(9) পঞ্চায়েত আইনে উল্লিখিত ক্ষমতা অনুসারে কর, অভিকর (rates) ইত্যাদি নির্ধারণ ও আদায়
(10) পঞ্চায়েতের নিয়ন্ত্রণাধীন এলাকায় দফাদার ও চৌকিদারের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করা। করা।
(11) পঞ্চায়েত আইন অনুযায়ী ন্যায় পঞ্চায়েতের গঠন ও পরিচালনা করা।
(12) গ্রাম পঞ্চায়েতের তহবিল নিয়ন্ত্রণ ও পরিচালনা করা।
(13) সমাজ এবং অঞ্চলের উন্নয়নমূলক কাজের জন্য হোম সংগঠিত করা।
(14) অপরের খেতে গবাদিপশুর প্রবেশ বন্ধ করা।
(b) অন্যান্য কর্তব্য (Other Duties)
গ্রাম পঞ্চায়েতের অন্যান্য কর্তব্য বোঝায়, যেগুলির দায়িত্ব রাজ্য সরকার পঞ্চায়েতের হাতে প্রদান করে।
(1) প্রাথমিক, সামাজিক এবং প্রয়োগিক অথবা বৃত্তিমূলক শিক্ষাদানের ব্যবস্থ করা
(2) গ্রামীন ঔষধালয়, স্বাস্থ্যকেন্দ্র, প্রসুতিসদন ও শিশুমঙ্গল কেন্দ্র স্থাপন করা।
(3) উন্নততর গবাদি পশুর প্রজনন, গবাদি পশুর চিকিৎসা ও রোগ প্রতিরোধের ব্যবন্ধু করা
(4) ফেরী আইনের অন্তর্ভুক্ত ফেরী পরিচালনা।
(5) জলসেচ ব্যবস্থার সম্প্রসারণ ঘটানো।
(6) কৃষকদের অধিক ফসল ফলানোর জন্য উৎসাহ দান।
(7) রুগ্ন ও অনাথদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
(8) পতিত জমি উদ্ধার করা।
(9) জমি সংরক্ষণ ও জমির মানের উন্নয়ন ঘটানো।
(10) পতিত জমিকে চাষের উপযোগী করে তোলা।
(11) সামাজিক বনসৃজন ও অরণ্য উন্নয়ন প্রকল্প গ্রহণ করা।
(12) ভূমি সংস্কার করা।
(13) জ্বালানী ও পশুখাদ্যের যোগানের দিকে নজর দেওয়া।
(14) গ্রামে সরকারী সাহায্য পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে কাজ করা।
(15) সমবায় প্রথার ভূমি ও অন্যান্য সম্পদের ব্যবহার করা।
(16) গ্রামীন অবসান কর্মসূচি গ্রহণ।
(17) গ্রামীন বৈদ্যুতিকরণ ও বিদ্যুৎ সরবরাহ করা।
(18) অচিরাচরিত শক্তির উৎসের বিকাশ ঘটানো।
(19) নারী ও শিশু উন্নয়ন।
(20) যে সব প্রকল্পকে কাজে পরিণত করার দায়িত্ব রাজ্য সরকার পঞ্চায়েতের উপর প্রদান করেছে সেইসব দায়িত্ব পালন করা।
(21) রাজ্য সরকারের দ্বারা গৃহীত উন্নয়নমূলক জনহিতকর কাজের স্বপক্ষে ব্যাপক প্রচার চালানো।
(c) ইচ্ছাধীন কর্তব্য (Discretionary Duties) :
গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাধীন কর্তব্য বলতে সেইসব কাজকে বোঝায়, যে সব কাজের দায়িত্ব পঞ্চায়েত স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নেয়। রাজ্য সরকারও প্রয়োজন মনে করলে ঐসব কাজের দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের হাতে অর্পণ করতে পারে। গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাধীন কর্তব্যগুলি হল
(I) জনসাধারণের ব্যবহৃত রাস্তায় আলোর ব্যবস্থা করা।
(2) জনপথের ধারে এবং অন্যান্য সর্বজনীন স্থানে বৃক্ষরোপণ ও সংরক্ষণ।
(3) কূপ, পুকুর ও দীঘি খনন করা।
(4) সমবায়মূলক কৃষি, বিপনি এবং অন্যান্য সমবায়ভিত্তিক বাণিজ্যের প্রবর্তন ও উন্নতিসাধন।।
(5) বাজার স্থাপন ও নিয়ন্ত্রণ করা।
(6) আনন্দ অনুষ্ঠান, মেলা ও হাট স্থাপন ও নিয়ন্ত্রণ করা।
(7) স্থানীয় কৃষিজাত দ্রব্য, স্থানীয় হস্তশিল্প ও কুটির শিল্পজাত প্রদর্শনীর ব্যবস্থা করা।
8) কুটির শিল্পের উন্নতিসাধন এবং উৎসাহদান।
(9) সরকারি ঋণপ্রাপ্তি, বিতরণ এবং পরিশোধের বিষয়ে কৃষকদের সাহায্য ও পরামর্শদান।
(10) নির্ধারিত নিয়মে খাদ্যদ্রব্য এবং অন্যান্য সামগ্রীর উৎপাদন ও বণ্টন নিয়ন্ত্রণ।
(11) অস্বাস্থ্যকর নিচু জমি ভরাট সাধন।
(12) অস্বস্থ্যকর স্থানসমূহের উন্নতি সাধন।
(13) সরাইখানা, ধর্মশালা, বিশ্রামাগার, গবাদি পশুর গোয়াল এবং মনুষ্যবাহিত বা পশুবাহিত দু'চাকার গাড়ি দাঁড়াবার স্থান নির্মাণ ও সংরক্ষণ।
(14) পাগলা ও বেওয়ারিশ কুকুর নিধন।
(15) বেওয়ারিশ গবাদি পশুর ব্যবস্থা গ্রহণ।
(16) বেওয়ারিশ শব ও জন্তুর ব্যবস্থা গ্রহণ।
(17) গ্রন্থাগার, পাঠাগার স্থাপন এবং রক্ষণাবেক্ষণ করা।
(18) ক্লাব এবং আমোদ-প্রমোদ বা খেলাধূলার জন্য প্রতিষ্ঠান সংগঠন ও সংরক্ষণ।
(19) ধূলাসহ সাংস্কৃতিক কার্যাবলির বিকাশ সাধন।
(20) প্রতিবন্ধী ও মানসিক দিক থেকে পশ্চাত্পদ ব্যক্তির কল্যাণসহ সামাজিক কল্যাণকর কর্মসূচি গ্রহণ।
(21) সামাজিক ও শিক্ষাগত দিক থেকে অনগ্রসর শ্রেণির নাগরিকদের বিশেষত তফশিলভুক্ত জাতি ও উপজাতিগুলির কল্যাণসাধন।
(22 ) চুরি ও ডাকাতি নিবারণে সাহায্য করা।
(23) অগ্নিকাণ্ড ঘটলে অগ্নি নির্বাপন এবং মানুষের জীবন ও সম্পত্তিরক্ষায় সহায়তা দান।
(24) দুধ উৎপাদন ও মুরগি পালন ব্যবস্থার উন্নতিসাধন।
(25) মৎস্যচাষের বিকাশ সাধন। ।
(26) দারিদ্র দূরীকরণ কর্মসূচি গ্রহণ।
((27) গণবন্টন ব্যবস্থার উন্নতি ঘটানো।
(28) আদমসুমারী, কৃষিপণ্য, গবাদি পশু, বেকার ব্যক্তি এবং অন্যান্য বিষয়ে পরিসংখ্যান সম্পর্কিত নথিপত্র সংরক্ষণ।
(29) জেলা পরিষদের সম্মতি অনুযায়ী জেলা পরিষদের করণীয় জনকল্যাণকর কাজ সম্পাদন।
(30) জনস্বাস্থ্য, জনস্বাচ্ছন্দ্য, জনসুবিধা বা বৈষয়িক সমৃদ্দির সহায়ক যে কোনো স্থানীয় কাজ সম্পাদন করা।
(d) বিশেষ ক্ষমতা:-
গ্রাম পঞ্চায়েতের তিনটি প্রধান ক্ষমতা ছাড়াও কতকগুলি বিশেষ ক্ষমতা আছে। এগুলি হল
(1) কোনো জনস্বার্থ-বিষয়ক উদ্দেশ্য সিদ্ধির জন্য একাধিক গ্রাম পঞ্চায়েত যুক্ত কমিটি গঠন করতে
(2) গ্রাম পঞ্চায়েতের সম্মতিক্রমে জেলা পরিষদ যে কোনো কাজের দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের হাতে এবং প্রয়োজনীয় নিয়মাবলী প্রণয়ন করতে পারে।
অর্পণ করতে পারে। এরূপ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদ যৌথভাবে প্রয়োজনীয় নিয়মাবলী তৈরী করে।
(3) রাজ্য সরকার যে কোনো সরকারী ভূ-সম্পত্তির আংশিক বা সম্পূর্ণ পরিচালনার দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের হাতে দিতে পারে।
(4) গ্রাম পঞ্চায়েত প্রস্তাব গ্রহণের মাধ্যমে যে কোনো সদস্য বা সব সদস্যের হাতে যে কোনো দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করতে পারে।
=====================
TAG: Geography,B.A General,BA 6th Semester,
LINK: Geography-BA-General-,-B-A-6th-Semester
=====================
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা easystudy e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
Calcutta University Under CBCS ( system ) , Semester (II) Education General , BA 2nd Semester ( Education General ) Suggestions . HS Education suggestion , উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান ,