Ads

Geography General -6th Semester।। Rural Development।।পঞ্চায়েতী রাজ ব্যবস্থা

 পঞ্চায়েতী রাজ ব্যবস্থা বলতে কী বোঝ। পঞ্চায়েতী রাজের প্রয়োজনীয়তা গুলি কী কী ছিল। 


🌷🌸গ্রামীণ উন্নয়ন (Rural Development) 🌸🌷

🌸B.A General -6th Semester 🌸

🌷Geography🌷

Geography General -6th Semester, Rural Development,পঞ্চায়েতী রাজ ব্যবস্থা বলতে কী বোঝ, পঞ্চায়েতী রাজের প্রয়োজনীয়তা গুলি কী কী


  🌻পঞ্চায়েতী রাজ ব্যবস্থা 🌻

 🌻Panchayati Raj 🌻

পঞ্চায়েতী রাজ ব্যবস্থাঃ- 

               পঞ্চায়েতী রাজ দক্ষিণ-এশিয়ার একটি রাজনৈতিক ব্যবস্থা যা মূলত ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নেপালের দেশগুলিতে দেখতে পাওয়া যায়। এটি ভারতীয় উপমহাদেশের স্থানীয় সরকারের প্রাচীনতম ব্যবস্থা। পঞ্চায়েতের অর্থ পাঁচটি (পঞ্চ)-এর "সমাবেশ” (আয়াত), এবং রাজ শব্দের অর্থ "বিধি"। এর আক্ষরিক অর্থ গ্রামবাসীদের দ্বারা নির্বাচিত পাঁচজনের একটি সমাবেশ বা সংগঠন।

                   ভারতবর্ষে পরিকল্পনা করা হয় বিভিন্ন স্তর বা পর্যায়কে অনুসরণ করে। পরিকল্পনার এইসব পর্যায়গুলি হল যথাক্রমে কেন্দ্র, রাজ্য, জেলা, ব্লক এবং গ্রাম। সাধারণত রাজ্য সরকারের নির্ধারিত পরিকল্পনা কর্মসূচীর ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ থেকেই যায়। পরিকল্পনাকে যথাযথভাবে সর্বস্তরে বাস্তবায়িত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হল বিকেন্দ্রীকরণ। পঞ্চায়েতী রাজ বলতে বোঝায় ভারতবর্ষের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় গ্রামীণ স্বায়ত্বশাসন ব্যবস্থার একটি ত্রিস্তর বিশিষ্ট কাঠামোর মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা করা। পঞ্চায়েতী রাজ স্বনিয়ন্ত্রিত সরকার কারণ এটি স্থানীয় অধিবাসীদের দ্বারা জেলা, গ্রাম প্রভৃতির মতো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের শাসন কার্যাদির পরিচালনা করে, তাই এই ব্যবস্থা স্থানীয় স্বায়ত্ব শাসন ব্যবস্থা বা পঞ্চায়েতী রাজ ব্যবস্থা নামে পরিচিত। সাধারণভাবে পঞ্চায়েত বলতে ভারতীয় সংবিধানের ২৪৩-বি ধারার অধীনে গ্রামাঞ্চলের জন্য গঠিত একটি স্বনিয়ন্ত্রিত সরকারকে বোঝায়। পঞ্চায়েত অঞ্চল বলতে কোনো পঞ্চায়েতের অধীনস্থ প্রাদেশিক অঞ্চলকে বোঝায়। গ্রামীণ উন্নয়নের জন্য ভারতীয় প্রশাসনের একটি তিন স্তরের কাঠামোটিকে পঞ্চায়েতী রাজ বলা হয়। পঞ্চায়েতী রাজের লক্ষ্য জেলা, অঞ্চল এবং গ্রামে স্থানীয় স্ব- সরকার গড়ে তোলা।

            ভারতে পঞ্চায়েতী রাজ পরিচয় (Panchayati Raj identity in India): পঞ্চায়েত রাজের অন্যতম প্রধান লক্ষ্য গ্রামীণ উন্নয়ন এবং এটি দিল্লি বাদে ভারতের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে রয়েছে। রাজ্যগুলির মধ্যে নাগাল্যান্ড, মেঘালোয় এবং মিজোরাম বাদে ভারতের সমস্ত রাজ্যে পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠিত হয়েছে।

        ভারতবর্ষের জন্ম ও কাশ্মীর, কেরালা, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দিল্লি, দাদরা ও নগর হাভেলী, গোয়া এবং দমন দিউতে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার only village level অর্থাৎ one tier system চালু। two tier system চালু আছে আসাম, হরিয়ানা, মনিপুর এবং উড়িষ্যাতে এবং three tier system চালু আছে বিহার, গুজরাট, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও অরুণাচল প্রদেশে।

পঞ্চায়েতী রাজের প্রয়োজনীয়তা (Necessity of Panchayati Raj):

       বর্তমানে প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রে পঞ্চায়েতী ব্যবস্থার প্রয়োজনীয়তা বিশেষভাবে স্বীকৃতি লাভ করেছে। এর কারণগুলি নিম্নরূপ।

ক) নাগরিক চেতনা ও প্রশাসনিক অভিজ্ঞতা বৃদ্ধির সহায়ক। 

খ) শাসনকার্য পরিচালনা বিষয়ে উদ্ভাবনী প্রতিভার বিকাশ সাধন সম্ভব।

গ) কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চাপ হ্রাস। 

ঘ) পঞ্চায়েতী ব্যবস্থাতে ব্যয়িত অর্থের বৃহৎ অংশে গ্রামীণ জনগণ থেকে আসে তাই তারা মিতব্যয়িতা ও ব্যায় পরায়নতার মনোভাব প্রকাশ করে।

ঙ) জনগণের প্রতি সদাসতর্ক দৃষ্টি রাখা।



এই রকম আরও সকল প্রশ্নের উত্তর পেতে আমাদের পেজটি (Easy Study) ফলো করুণ। 

=====================

TAG: Geography,B.A General,BA 6th Semester,

LINK: Geography-BA-General-B-A-6th-Semester

=====================


আরো দেখো 👉


১। শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধনের উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গুলি আলোচনা করো। 

২। ভারতের সরকার কতৃক গৃহীত কার্যক্রম গুলি কী কী? বিস্তারিত আলোচনা করো। 

৩। অপারেশন ব্ল্যাকবোর্ড ও সর্বশিক্ষা অভিজান সম্বন্ধে লেখো।  

 

BA 6th Semester Geography Suggestions  90% common  ||   কলকাতা বিশ্ববিদ্যালয় 6th সেমিস্টার  ভূগোল সাজেশন  ||  90% common 

 ||


**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  easystudy  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

Calcutta University  Under CBCS ( system ) , Semester (II) Education General  , BA 2nd Semester ( Education General ) Suggestions . HS Education suggestion , উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান (WBCHSE) ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section