১.১ গ্রামীণ উন্নয়নের সংজ্ঞা (Definition of Rural Development) : গ্রামীণ উন্নয়ন একটি বহুমুখী ঘটনা। ফলস্বরূপ অনেক সংজ্ঞা রয়েছে যার কোনোটিই সর্বসম্মত নয়।
গ্রামীণ উন্নয়ন হল গ্রামের সম্পদের, স্থানীয় মানুষের সর্বোত্তম শারীরিক ও জৈবিক বিকাশ যা গ্রামীণ জনগণের প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামোগত ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন আনা, যার মাধ্যমে অঞ্চল ও জনগণের সামগ্রিক উন্নয়ন সাধন করা সম্ভব। গ্রামীণ উন্নয়ন সম্পর্কে বিশ্বব্যাঙ্কের মত অনুযায়ী 'a strategy to improve the economic and social life of a s specific group of people, the rural poor including small and marginal farmers, tenants and the landless'। সাধারণ অর্থে, গ্রামীণ উন্নয়ন হল একটি কৌশল যার মাধ্যমে একটি বিশেষ জনগোষ্ঠীর তথা গ্রামীণ অ দরিদ্রদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের চেষ্টা করা হয়। এদের মধ্যে (ব রয়েছে ক্ষুদ্র ও ভূমিহীন কৃষক সম্প্রদায়।
সম্মিলিত জাতিপুঞ্জের মতে 'গ্রামীণ উন্নয়ন হল নির্দিষ্ট সময়ের মধ্যে গ গ্রামের দরিদ্র মানুষের গুণগত ও পরিমাণগত বৈশিষ্ট্যর পরিবর্তন আনা, যার মাধ্যমে জনগণের জীবনযাত্রার মানের উন্নয়নের সাথে সাথে তাদের সামগ্রিক অবস্থার সঠিক পরিবর্তন সম্ভব হয়'।
Asian Centre for Development Administration (ACDA, ২০০৪)-এর মতে গ্রামীণ উন্নয়ন হল এমন একটি প্রক্রিয়া যা গ্রামীণ মানুষের পরিবেশ নিয়ন্ত্রণে তাদের ক্ষমতাকে অবিচ্ছিন্ন ভাবে বৃদ্ধি করে এবং এই নিয়ন্ত্রণের ফলে গ্রামীণ মানুষেরা উপকৃত হয়।
Katar Singh (১৯৯০)-এর মতে, গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে গ্রামীণ উন্নয়ন গ্রামীণ অঞ্চলের সকল বিকাশের প্রতি লক্ষ্য রাখে।
A.K.Sen (১৯৯০)-এর মতে, গ্রামীণ উন্নয়নের কেন্দ্রীয় ধারণাটি গ্রামের মানুষের নিজস্ব জীবন গঠনের জন্য পৃথক দক্ষতা বৃদ্ধির সাথে সম্পর্কিত।
A. Madhu (২০০০) গ্রামীণ উন্নয়ন বলতে গ্রামাঞ্চলের দৈনিক ও আর্থসামাজিক পরিবেশের উন্নয়নের উদ্দেশ্যে গৃহীত ক্রিয়াকলাপকে বুঝিয়েছিলেন।
'গ্রামীণ উন্নয়ন' বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল উভয় দেশেই ব্যাপকভাবে প্রশংসিত। গ্রামীণ উন্নয়নের কোনও সর্বজনগ্রাহ্য গ্রহণযোগ্য সংজ্ঞা নেই, এবং এই শব্দটি বিভিন্ন উপায়ে এবং বিস্তৃত প্রসঙ্গে ব্যবহৃত হয়।
🌹🌼গ্রামীণ উন্নয়নের বহুমুখী উদ্দেশ্য🌼🌹
১.২ গ্রামীণ উন্নয়নের বহুমুখী উদ্দেশ্য (Multiple Objectives of Rural Development): গ্রামীণ অঞ্চলের উন্নয়নের উদ্দেশ্যগুলিকে প্রধান দুটি শ্রেণিতে বিভক্ত করা হয়। প্রথমটি হল অর্থনৈতিক ও দ্বিতীয়টি হল সামাজিক।
অর্থনৈতিক উদ্দেশ্য :
(ক) গ্রামাঞ্চলে কৃষিকার্যের উন্নয়ন তথা খাদ্য শস্যের উৎপাদন বৃদ্ধি।
(খ) ক্ষুদ্র শিল্প ও বৃহৎ শিল্প স্থাপন ও উন্নয়ন।
(গ) কর্মসংস্থান বৃদ্ধি।
(ঘ) বেকারত্ব হ্রাস।
(ঙ) আয় বৃদ্ধি।
(চ) দারিদ্রতা হ্রাস।
(ছ) ঋণদান।
(জ) স্বনির্ভরশীল করে গড়ে তোলা।
(ঝ) সম্পদের সুষ্ঠু ব্যবহার।
সামাজিক উদ্দেশ্য :
(ঞ) প্রাথমিক চাহিদা (খাদ্য, বস্ত্র, বাসস্থান, পয়ঃপ্রণালি, শিক্ষা, রাস্তাঘাট, পানীয় জল) পূরণ করা।
(ট) সামাজিক প্রতিষ্ঠানগুলির পুনর্গঠন।
(ঠ) কুসংস্কার দূরীভূতকরণ।
গ্রাম উন্নয়নে বর্তমানে স্থানীয় (Local Level Planning) বা বিকেন্দ্রীভূত পরিকল্পনা (Decentralized planning) গ্রহণ করা হয়। বিকেন্দ্রীভূত পরিকল্পনার ফলে গ্রামের মানুষের প্রকৃত অসুবিধাগুলি সম্বন্ধে। ধারণা পাওয়া যায়, যার ফলে প্রকৃতপক্ষে গ্রামীণ উন্নয়ন সম্ভব হয়।
১.৩ গ্রামীণ উন্নয়নের বৈশিষ্ট্য (Characteristics of Rural Development): ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড হল। কৃষিক্ষেত্র। ভারতের গ্রামগুলিতেই প্রধানত কৃষিকার্য হয়। ভারতের জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধির ফলে খাদ্য, জ্বালানি, আবাসন প্রভৃতির চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দেশের সম্পদের পরিমাণ সীমিত। এছাড়া পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। তাই এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য উন্নয়নের পরিকল্পনা গ্রহণ খুবই প্রয়োজনীয়। ভারতবর্ষের গ্রামীণ অঞ্চলে আর্থসামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
🌹🌼গ্রামীণ উন্নয়নের কৌশল🌼🌹
১.৪ গ্রামীণ উন্নয়নের কৌশল (Strategy For Rural Development): কৌশল (Strategy) হল একটি প্রগতিশীল প্রক্রিয়া যা প্রকৃত চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষার্থে গ্রহণ করা হয়। গ্রামের উন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন কার্যক্রম (Programme) চরিতার্থতার উদ্দেশ্যে বিভিন্ন কৌশল (strategy) গ্রহণ করা হয়, আকাঙ্ক্ষিত ফলাফলকে নিশ্চিত করার জন্য।
Paul এবং Subramaniam গ্রামীণ উন্নয়ন কার্যক্রমে ছয়টি কৌশলের কথা বলেছেন।
(ক) গ্রামীণ উন্নয়ন কার্যক্রম সুবিধাভোগী গোষ্ঠীর প্রয়োজনীয় চাহিদা পূরণের সুনির্দিষ্ট নকশা তৈরি করা হলে জনসাধারণের অনগ্রসর অংশগুলি প্রকল্প থেকে বঞ্চিত না হয়ে উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে।
(খ) একটি কার্যক্রমে উল্লম্ব ও অনুভূমিক সংযোগ (vertical and horizontal linkage) মজবুত হলেই দেশের অনগ্রসর অংশগুলি এই কার্যক্রমের দ্বারা উপকৃত হবে।
(গ) অনগ্রসর মানুষরা তখনই উপকৃত হবে যখন বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও কার্যক্রমগুলি ভালোভাবে কাজ করবে।
(ঘ) উদ্দিষ্ট সুবিধাভোগীদের সনাক্তকরণের প্রক্রিয়া উন্নত হলে কার্যক্রমের সুবিধা গ্রামের দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেওয়া সহজ হয়।
(ঙ) কোনও কার্যক্রমের নকশাতে (programme design) প্রযুক্তিগত এবং প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা যত কম হবে তত অনগ্রসর অংশগুলি পরিষেবা থেকে উপকার পাবে। পরিকল্পনায় দরিদ্র সুবিধাভোগী বা তাদের সংস্থাগুলির অংশগ্রহণকে তীব্র করা গেলে তবেই অনগ্রসর অংশগুলি বা মানুষগুলি উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে।
🌹🌼গ্রামীণ অঞ্চলের সমস্যা সনাক্তকরণের পদ্ধতি🌼🌹
🌹🌼গ্রামীণ অঞ্চল উন্নয়নের নিয়মিত পদ্ধতি বা নীতি🌼🌹
🌹🌼গ্রামীণ উন্নয়নের তত্ত্ব🌼🌹
বর্তমান শিক্ষা ব্যবস্থায় গ্রামীণ উন্নয়ন একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে গ্রামীণ উন্নয়ন একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা easystudy e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে প্রশ্নোত্তর- এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
Calcutta University Under CBCS ( system ) , Semester (II) Education General , BA 2nd Semester ( Education General ) Suggestions . HS Education suggestion , উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান (WBCHSE) ।